দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের মাত্র তিনদিন আগে বুধবার একটি নিবন্ধ প্রকাশ করেছে নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক পত্রিকা ‘ওয়াল স্ট্রিট জার্নাল’। নিবন্ধটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও পুনরায় বিনা বাধায় নির্বাচিত হতে যাচ্ছে বলে মন্তব্য করা হয়েছে। এ ছাড়া শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হলে পরাজিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের চাপ প্রয়োগমূলক পররাষ্ট্রনীতি।
প্রতিবেদনে বলা হয়, টানা চতুর্থবারের মতো জয়ী হওয়ার জন্য প্রস্তুত আওয়ামী লীগ ও শেখ হাসিনা। বর্তমান বিশ্বে যেকোনো নারী নেত্রীর চেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় আছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের ওপর যে দমনমূলক পররাষ্ট্রনীতি চাপিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন, তা-ও ব্যর্থ হতে চলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এমনকি যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলা এবং দেশকে স্থিতিশীল রাখতে শেখ হাসিনা রাশিয়া, চীন ও ভারতকে নিয়ে আলাদা জোট তৈরি করেছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এতে আরও বলা হয়, ৭৬ বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে বিশ্বব্যাপী যে কোনো নির্বাচিত মহিলা নেতার চেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন। এটি বাংলাদেশের মতো একটি দেশের জন্য লক্ষণীয় দৃষ্টান্ত। তিনি বাংলাদেশে মৌলবাদী ইসলামকে দমন করেছেন।