জাতীয়

কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ইসি

মোহনা অনলাইন

জাতীয় নির্বাচন নিয়ে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে ছয় সদস্যদের কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে এ বৈঠক শুরু হয়।

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দিচ্ছেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরিয়েট ব্রুস গোল্ডিং।এর আগে প্রতিনিধি দলটি রাজধানীর একটি হোটেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে। এতে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেন সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সফররত কমনওয়েলথ পর্যবেক্ষক দলের ১০ সদস্যের প্রতিনিধিরা।

নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে সচিব মো. জাহাংগীর আলম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলমসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button