আজ রবিবার সকাল ৮টা থেকে সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট গ্রহণ চলছে দেশের ২৯৯টি সংসদীয় আসনে। শীত উপেক্ষা করে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো।
ভোটকেন্দ্রের ভেতরে বাইরে পুলিশ ও আনসার বাহিনী ছাড়াও বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের সামনে দুটি গাড়িতে টহল দিচ্ছে বিজিবি সদস্যরা।
রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সকালেই ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ১০ আসনে ধানমন্ডি সুধাসদনের ঠিকানায় তিনি ভোটার হওয়ায় তিনি এই কেন্দ্রে ভোট দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ভোটকেন্দ্রে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব উপস্থিত ছিলেন।
ঢাকা-২ আসনে ভোটকেন্দ্র পরিদর্শনে এসে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট কামরুল ইসলাম বলেন, ভোটাররা স্বতঃফূর্তভাবে ভোট কেন্দ্রে আসছেন। তারা লাইন ধরে ভোট দিচ্ছেন এবং যতই সময় যাচ্ছে ততই ভোটারদের সংখ্যা বাড়বে বলে আমি আশা করি।’