দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ১২ ঘণ্টায় ১৫টি অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার (৭ জানুয়ারি) এসব তথ্য জানানো হয়।
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের আগের দিন রাতে সারা দেশে ১০টি যানবাহন ও ৭টি স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনার মধ্যে ঢাকা বিভাগ দুটি, সিলেট বিভাগে একটি, চট্টগ্রাম বিভাগে তিনটি, ময়মনসিংহ বিভাগে তিনটি, খুলনা বিভাগে একটি, বরিশাল বিভাগে চারটি ও রংপুর বিভাগে একটি ঘটনা ঘটে।
অন্যদিকে ফেনী সদরে কমিশনার অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩০টি ইউনিট ও ১৫০ জন জনবল কাজ করে বলে জানানো হয়।