সিরাজগঞ্জের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট প্রয়োগ করেন ড. জান্নাত আরা হেনরী
সোহেল রানা, সিরাজগঞ্জ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের ৮৯২ ভোটকেন্দ্রে এক যোগে ভোটগ্রহন শুরু হয়েছে। ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহন বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত।
সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে সিরাজগঞ্জ -২ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ড. জান্নাত আরা হেনরী ভোট প্রয়োগ করেন। ভোটপ্রদান শেষে জয়ের ব্যাপারে শতভাগ আশাপ্রকাশ করেন নৌকা প্রতিকের এই প্রার্থী। স্ব স্ব ভোটকেন্দ্রে ভোটপ্রদান করেছেন অন্যান্য আসনের প্রতিদ্বন্দি প্রার্থীরাও।
সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মোট ভোটার সংখ্যা ২৫ লক্ষ ১২ হাজার ১শ ১০ জন। প্রতিদ্বন্দিতা করছেন আটটি দলের ২৬ জন ও স্বতন্ত্র ৫জন সহ মোট ৩১ জন প্রার্থী। ভোটকেন্দ্রগুলির নিরাপত্তা ও নিরপেক্ষ, সুষ্ঠ, শান্তিপূর্নভাবে ভোটগ্রহন শেষ করতে কাজ করছেন বিপুল পরিমান পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা টহল দিচ্ছে।