রোববার সকাল ১০টার দিকে উপজেলার সাংগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দিয়ে নিজের ভোট প্রদান করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের শাহজাহান ওমর বীর উত্তম। অনুভূতি জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন কথা বলার সময় না। ’
এ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর ও লাঙল প্রতীকের এজাজুল হক এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলামসহ আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝালকাঠি-১ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৮ জন।
আর সদর উপজেলা ও নলছিটি নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে কেন্দ্র রয়েছে ১৩৭টি। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন । এ দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ৩৬৪ জন। এ আসনে আওয়ামী লীগের আমির হোসেন আমুসহ ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে জেলায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।