একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আতঙ্ক থেকে তারা গভীর রাতে সিল মেরে রেখেছে।’
অবৈধ নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে আজ রবিবার সকাল ৯টায় কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল শেষে তিনি এ অভিযোগ করেন।
আজ ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘আজকে সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রে ভোটার নেই। এ নির্বাচন জনগণ বর্জন করেছে। এই একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রেখেছে। আতঙ্ক থেকে তারা গভীর রাতে সিল মেরে রেখেছে। কারণ, তারা অবৈধভাবে ক্ষমতায় আছে।’
‘আমাদের আন্দোলন চলছে, চলবে’ জানিয়ে দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।