জাতীয়সংবাদ সারাদেশ

নাগরিক অধিকার রক্ষায় ভোট দিতে শারীরিক প্রতিবন্ধী হযরত আলী

আলফাজ সরকার আকাশ ,শ্রীপুর গাজীপুর

কখনো হামাগুড়ি আবার বিয়ারিং চাকায় গড়গড়িয়ে ভোট দিতে এসেছেন দুই পা বিহীন হযরত আলী। চলতে না পারলেও নাগরিক অধিকার রক্ষায় এ শরীরে উপস্থিত হয়েছেন ভোট কেন্দ্রে।
রোববার গাজীপুরের শ্রীপুর  পৌরসভার শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন শারীরিক এ প্রতিবন্ধী।
শারীরিক প্রতিবন্ধী হযরত আলী মোহনা টেলিভিশনকে বলেন, ” পা নেই তো কি হয়েছে, আমি তো ভোটার। অন্যান্য সাধারণ ভোটারের যেমন দাম আমার ভোটেরও তেমন দাম। তবে, পাস করার পর প্রার্থীরা আমাদের আর খবর রাখেনা। এবার ভোট দিয়েছি। এমপি হলে একটা চার চাকার গাড়ি দাবী করবো”।
তিনি বলেন, বাংলাদেশকে ভালোবাসি। এদেশের নাগরিক হিসেবে ভোট আমার অধিকার।তাই অধিকার রক্ষায় অসুস্থ শরীর নিয়েও ভোট দিতে কেন্দ্রে এসেছি”।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে সারাদেশে সকাল ৮ থেকে চলছে ভোট গ্রহন। গাজীপুর-৩ আসনে ১৮০টি কেন্দ্রের ১হাজার ৬৮টি বুথে একযোগে ভোট গ্রহন চলছে। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৪২৭ জন। যারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৪৩৫ জন এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৯৮৮ জন। এছাড়াও আসনটিতে ৫ জন হিজরা ভোটার রয়েছেন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button