ঢাকাসহ সারাদেশে উৎসবের আমেজে ভোট চলছে। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। ভোট দিতে পেরে তরুণদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
প্রতিটি কেন্দ্রে উল্লেখযোগ্য হারে ভোটার উপস্থিত লক্ষ্য করা গেছে। রাজধানীর কিছু কিছু কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি দেখা গেছে। শান্তিপূর্ণভাবেই তারা ভোট দিচ্ছেন। সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মণিপুরিপাড়ার বাচা ইংলিশ মিডিয়াম স্কুল কেন্দ্রে ভোট দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভোটার উপস্থিতি নিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ঢাকায় যারা থাকেন, তারা একেক জায়গার ভোটার। ঢাকায় লোকজনের স্থানান্তর (মাইগ্রেশন) হয়।
ঢাকা-১৪ আসনের কেন্দ্র ওয়াক-আপ উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ভোটার উপস্থিতি সকালে কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটারদের উপস্থিতি।
সকাল সাড়ে ৮টায় ঢাকা-১৫ আসনের পূর্ব শেওড়াপাড়ার হাজী আশরাফ আলী হাই স্কুলে গিয়ে দেখা যায়, সেখানে পুরুষ মহিলা মিলিয়ে ভোটকেন্দ্র আছে ৭টি। এই সাত কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৯৬৪ জন। কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি স্বাভাবিক।
হরতাল ও সহিংসতার প্রভাব ভোটে পড়ার বিষয়ে সিইসি জানান, এটি তিনি বলতে পারছেন না। নির্বাচন কমিশন শুধু ভোটটা ম্যানেজ করছে। ভোটাররা কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।