জাতীয়সংবাদ সারাদেশ

বাসাইলে নৌকায় জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে ধাওয়াপাল্টা ধাওয়া, পোলিং অফিসারকে অপসারণ

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বাসাইল উপজেলার সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকায় জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর পৌনে ১২ টার দিকে নৌকার এক সমর্থক জাল ভোট দেওয়ার জন্য বুথে প্রবেশ করে। এসময় গামছার সমর্থকরা তাকে ধরে ফেলে। পরে বিষয়টি তাৎক্ষিণ ছড়িয়ে পড়লে দুইপক্ষের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে, একই এলাকার ভোটার হওয়া স্বত্তেও শাহীন আলম নামের একজনকে পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। ওই পোলিং অফিসার শাহীন নৌকার পক্ষ নিয়ে কাজ করার অভিযোগ তুলে কাদের সিদ্দিকীর গাছমা প্রতীকের সমর্থকরা। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে পোলিং অফিসার শাহীনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়
সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একজন পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।
প্রসঙ্গত, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়ের সঙ্গে লড়ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তর। তারা ছাড়াও আরও চারজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button