রাজনীতি

ভোটে এনে কোরবানি দেওয়া হয় কিনা আশঙ্কা করছি: জি এম কাদেরের

মোহনা অনলাইন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আমরা আশঙ্কা করছি, আমাদেরকে ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয় কি না। রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় নিজ সংসদীয় আসনের শিশু মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমরা যেহেতু নির্বাচনে এসেছি বর্জন করা সুযোগ নেই। নির্বাচনের পরে ফলাফল দেখে পরবর্তি কর্মসূচি নিতে হবে। তিনি বলেন, এখন পর্যন্ত রংপুরের অবস্থা ভালো। শীতের সকাল। তারপরও খুবই শান্তিপূর্ণ পরিবেশ, ভোটারদের উপস্থিতিও স্বাভাবিক। সামনে আরও বাড়বে আশা করছি।

তিনি আরও বলেন, ‘জামালপুর, কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি। যে পুরোনো কায়দায় আওয়ামী লীগ ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে। যদিও বারবার আশ্বস্ত করা হয়েছিল যে এমন কোনো ঘটনা ঘটবে না।’

জানা গেছে, রংপুর-৩ আসনের ভোটার না হওয়ায় সেখানকার প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি রংপুর-৩ (সদর) আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button