দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনকে ঘিরে তারকাঙ্গনেও রয়েছে বাড়তি উচ্ছ্বাস কারণ এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন একাধিক তারকা আর তাই উন্মাদনা ও একটু বেশী।
এবারের নির্বাচনে বিনোদন অঙ্গন থেকে প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, নায়িকা মাহিয়া মাহি, গায়িকা ডলি সায়ন্তনী ও কমেডিয়ান কমর উদ্দিন আরমান। এ ছাড়াও আছেন আসাদুজ্জামান নূর ও মমতাজ বেগম।
তাদের সমর্থনে নির্বাচনী প্রচারণায় দেখা গেছে অন্যান্য তারকাকেও। যেমন ঢাকা ১০ আসনে আওয়ামী প্রার্থী ফেরদৌসের সমর্থনে ছিলেন মিশা সওদাগর ও অপু বিশ্বাসসহ শোবিজের অনেকে।
অন্যদিকে ভোটাধিকার প্রয়োগ করতে তারকাদের অনেকেই চলে যাচ্ছেন নিজ নিজ এলাকায়। অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তো সেই দুবাই থেকে দেশে ফিরেছেন ভোট দেওয়ার জন্য।
মিডিয়াকে অভিনেত্রী মিম বলেন, ৫ জানুয়ারি দুবাই থেকে দেশে ফিরেছি। মূলত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্যই দেশে ফেরা। আমি রাজশাহী-৬ আসনের ভোটার। আজ (শনিবার) রাতেই রাজশাহী যাব। সকালে ভোট দিয়েই আবার ঢাকায় ফিরতে হবে, অনেক কাজ জমে আছে। এবার কাকে ভোট দেব সেটা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি। অফিশিয়ালি সেটা কাউকে জানাতে চাচ্ছি না।