আন্তর্জাতিক

মোদিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস, ৩ মন্ত্রীকে বরখাস্ত

মোহনা অনলাইন

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়ায় তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে মালদ্বীপ। তারা হলেন— মরিয়ম সুইনা, মালসা শরীফ এবং মাহজুম মাজিদ।

মালদ্বীপ সরকার এক বিবৃতিতে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবেশী দেশ ভারতকে ‘অপমান’ করে দেওয়া কিছু পোস্টের বিষয়ে ভারত সরকারের অবস্থান সম্পর্কে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রণালয় আজ এক বিবৃতি দিয়েছে। “সরকারি পদে থেকে যারা এ ধরনের পোস্ট দিয়েছেন, এখন তাদের বরখাস্ত করা হয়েছে”, বলা হয় বিবৃতিতে।।

রবিবার (৭ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি কেরালার লক্ষ্যদ্বীপ দ্বীপপুঞ্জে বেড়াতে গিয়ে সেখানকার কয়েকটি ছবি প্রকাশ করে মোদি, ওই দ্বীপপুঞ্জে সাধারণ মানুষকে বেড়াতে যাওয়ার আহ্বান জানান। তারপরই মালদ্বীপের ওই তিন মন্ত্রী ও কয়েকজন নেতা মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করেন।

এসব পোস্ট ভাইরাল হওয়ার পর ভারতের সাধারণ মানুষ হুমকি দেন তারা মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা বাতিল করবেন সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে উত্তেজনা সৃষ্টির পর তিন মন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় মালদ্বীপ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button