ফরিদপুরের সদরপুরে একটি বাসায় খিচুড়ি খেয়ে অসুস্থ হয়েছে আটজন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থরা হলেন– বজলু কাজী (৬০), জাকির কাজী (৪০), কহিনুর খালাশি (৬০), মনির কাজী (৫০), আসিক কাজী (১৫), মোছাঃ আমেনা (৪৫), ফরিদ কাজী (৫৫) ও ইলিয়াস কাজী(৪১)।
রোগীদের নিয়ে আসা মনির কাজি জানান, ‘ফরিদপুর সদরপুরে একটি বাসায় সকালে খিচুড়ি খেয়ে বিজয়ী প্রার্থী নিক্সন চৌধুরীর সাথে দেখা করতে যাওয়ার পথে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ি। পরে অসুস্থ অবস্থায় আমরা সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেয়া হয়েছে।’
তিনি আরো জানান, ‘আমাদের ধারণা, খিচুড়ির মধ্যে কেউ চেতনানাশক ওষুধ মিশিয়ে দিয়েছে।’ এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদপুর সদরপুর এলাকা থেকে খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে নারীসহ ৮ জন ঢাকা মেডিকেলে এসেছে। তাদেরকে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।