আন্তর্জাতিক

জাপানে ভূমিকম্পে নিহত ২০৩; আরো বিপদের আশঙ্কা

মোহনা অনলাইন

শক্তিশালী ভূমিকম্পের নয় দিন পর বুধবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত মধ্য জাপানের ইশিকাওয়া এলাকায় মৃতের সংখ্যা ২শ’ ৩ জনে দাঁড়িয়েছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত ইশিকাওয়ায় ৯ দিন পরও ৬৮ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

জাতীয় বার্তা সংস্থা ‘কিয়োডো’ বুধবার জানিয়েছে, ইশিকাওয়ার সরকার দুর্যোগজনিত কারণে সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে ছয়জন সুজু এবং একজন নোটো শহরের বাসিন্দা।
তারা ভূমিকম্পে নিহত হয়নি, তবে দুর্যোগের পর শারীরিক ও মানসিক চাপের আঘাত বা অসুস্থতার কারণে মারা গেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, সুজু সিটিতে ৯১, ওয়াজিমা সিটিতে ৮১, আনামিজু টাউনে ২০, নানাও সিটিতে ৫, নোটো শহরে ৩, শিকা শহরে ২ এবং হাকুই সিটিতে একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় মঙ্গলবার থেকে অবিরাম বৃষ্টিপাতের সাথে ভবন ধসের ঝুঁকির সাথে ভূমিধসের আশঙ্কা নিয়ে উদ্বেগ দেখা গিয়েছে। ইশিকাওয়া কর্তৃপক্ষ ইতোমধ্যে সতর্কতা জারি করেছে।
কানাজাওয়ার আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে কিয়োডো জানিয়েছে, পূর্ববর্তী ভূমিকম্প এবং প্রবল বর্ষণ ও গলিত তুষারের প্রভাবের কারণে নোটো অঞ্চলে ভূমি ধ্বসের সম্ভাবনা রয়েছে।
আঞ্চলিক কর্তৃপক্ষের মতে, কভিড-১৯ এবং ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রামক রোগের ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে ২৬ হাজারেরও বেশি মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। প্রায় ৩ হাজার ১শ’ লোক ইতোমধ্যে, রাস্তা বিঘিœত হওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button