উদয়পুরের তাজ লেক প্যালেসে সোমবার (৮ জানুয়ারি) বসছে ইরা খানের বিবাহ আসর। তিনদিন আগেই আয়োজন খতিয়ে দেখতে সেখানে চলে যান বাবা আমির খান। রাজপ্রাসাদে একেবারে রাজকীয় আয়োজন। নতুন বছরের শুরুতে গত ৩ জানুয়ারি বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরার সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের বিয়ে হয়।
১০ জানুয়ারি বুধবার বিয়ের আনুষ্ঠানিকতার সবশেষ পর্ব সেরে ফেলা হয়। আর এদিন ছিল সে কি আয়োজন! একদিন-দুদিনের নয়, ৬ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত টানা ৫ দিনের আসর বসেছিল রাজস্থানের উদয়পুরের বিলাসবহুল তাজ আরাবল্লি রিসোর্টে।
সংগীত, মেহেদি সব মিলিয়ে বিয়ের আসর ছিল জমজমাট। আসরের শেষদিনের অনুষ্ঠানে সাদা গাউন পরে বিয়ের রাতকে আরও স্নিগ্ধ করে তুলেছিলেন ইরা। বর নূপুরের পরনে ছিল ধূসর রঙের স্যুট আর প্যান্ট।
জানা গেছে, ইরা-নূপুরের বিয়ের থিম ছিল সাদা। সেকারণে পুরো আরাবল্লি রিসোর্ট সাদা ফুলের সমারোহে সেজেছিল। বিয়ের আসরও সাদা ফুল আর কাপড়ে মুড়িয়ে দেয়া হয়।ইরাকে বিয়ের মঞ্চে নিয়ে এসেছিলেন বাবা আমির ও দাদি জিনাত হুসেন।
এরপর একে অপরের হাত ধরে একসঙ্গে থাকার শপথ নেন ইরা আর নূপুর।শপথের পরপরই ইরার হাত ধরে নূপুর গানের তালে তালে নেচেছেন।
বিয়ের পর পারিবারিক ফটোশুটে একই ফ্রেমে বন্দী হন আমির খান, তাঁর প্রাক্তন দুই স্ত্রী রীনা ও কিরণ, ভাগনে ইমরান খান, দুই ছেলে জুনায়েদ, আজাদসহ খান পরিবারের অন্য সদস্যরা।
এত আয়োজনে এলাহি ভোজ করানো হয়। এই নৈশভোজে মারাঠি, রাজস্থানি, গুজরাটি ঘরানার নানা বাহারি পদ পরিবেশন করা হয়। মেনুতে ছিল কড়ি-চাল, ডাল-বাটি-চুরমা, ডাল-ধোকলাসহ হরেক রকমের সুস্বাদু পদ।