জাতীয়

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নিলুফার আনজুম পপি বিজয়ী

মোহনা অনলাইন

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।
আজ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্থগিত কেন্দ্র সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এ কেন্দ্রে ৩০৩২ ভোটের মধ্যে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি পেয়েছেন ১২৯৫ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট।
ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রফেসর মোশাররফ হোসেন বেসকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। ময়মনসিংহ জেলার জাতীয় সংসদ নির্বাচনে ১১টি আসনের মধ্যে ৫টি আসনে আওয়ামী লীগের নৌকা এবং ৬টি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
গত ৭ জানুয়ারি ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি ৯৮৫ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তিনি পেয়েছিলেন ৫৩ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছিলেন ৫২ হাজার ২১১ ভোট।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button