জাতীয়

দায়িত্ব নিয়েই কর্মপরিকল্পনা জানালেন বনমন্ত্রী

মোহনা অনলাইন

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে আগামী সাতদিনের মধ্যে ১০০ দিনের পরিকল্পনা দিতে চান বলে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে বৈঠক করেন। 

তিনি বলেন, সর্বপ্রথম আমাদের নির্বাচনী ইশতেহার পূরণ করব। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনিটরিং করা হবে। আমাদের কাজের সাথে যা দরকার আমরা সেটা অসশ্যই করব। আমরা চাই এটা যাতে এক নম্বর মন্ত্রণালয় হয়। আমার পক্ষ থেকে আইনের প্রতি শতভাগ স্বচ্ছতার সঙ্গে সিদ্ধান্ত নিব। মিডিয়ার সঙ্গে সমন্বয় করে কাজ করব। কাজের জন্য কোনো কাঠামো বদলের দরকার হলে প্রয়োজনে সেটা করতে হবে।
আগামী সাতদিনের মধ্যে ১০০ দিনের পরিকল্পনা দিতে চান বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি আরও বলেন, বায়ু দূষণ প্রতিরোধ করতে হবে। বন সংরক্ষণ করতে হবে। দুর্নীতি বা অনিয়ম কোন ভাবেই প্রশ্রয় দেয়া যাবে না আমরা প্রশয় দেবো না। এছাড়াও আমরা অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করব।
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button