বিনোদন

এবার কলকাতার সিনেমায় বুবলী

মোহনা অনলাইন

প্রথমবার কলকাতার সিনেমায় নাম লেখালেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা বুবলী। সিনেমার নাম ‘ফ্ল্যাশব্যাক’। নতুন এই  সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। এক ফেসবুক পোস্টে নায়িকা বুবলী নিজেই এমনটি জানিয়েছেন। ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমা নিয়েই প্রথমবারের মতো কলকাতার সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী শবনম বুবলি।

বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহা পরিচালিত ‘ফ্ল্যাশব্যাক’ ছবি দিয়ে ভারতের সিনেমায় আত্মপ্রকাশ করছেন এই নায়িকা। বুবলীর বিপরীতে ‘ফ্ল্যাশব্যাক’-এ দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসকে। এতে তাকে দেখা যাবে একজন লেখকের চরিত্রে।

ছবির গল্প অনেকটা এ রকম। মঞ্চের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন। বহুদিন তিনি সব ছেড়েছুড়ে সবকিছু থেকে দূরে। মাঝে এখনও অঞ্জন অভিনয় করেন। তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। অন্যদিকে, ছবিতে অন্য এক চরিত্র ডিকে ভবঘুরে। কোথাও তার স্থায়ী ঠিকানা নেই। এই দুই চরিত্রের সঙ্গে তাল মিলিয়ে সমান গুরুত্বপূর্ণ চরিত্র ছবির পরিচালক শ্বেতা। তিন ভিন্ন ধারার মানুষকে জীবন অদ্ভুত ভাবে মিলিয়ে দেয়। পাহাড়ের প্রেক্ষাপটে তাদের দিনগুলো যেন রুপালি পর্দার থেকেও বেশি আকর্ষণীয় নিয়তি তাদের কোন পথে নিয়ে যাবে? তারই গল্প বলবে ‘ফ্ল্যাশব্যাকে’। ছবিতে ‘অঞ্জন’ কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘ডিকে’ সৌরভ দাস। ‘ছবির পরিচালক’-এর ভূমিকায় শবনম বুবলী।

জয়া আহসানের পর এবার বুবলী পা রাখছেন কলকাতার সিনেমায়। এই সিনেমার মাধ্যমে ভারতের জনপ্রিয় পরিচালক অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় প্রথম বাংলাদেশের পরিচালকের পরিচালনায় অভিনয় করলেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button