এই মুহূর্তে গাজায় সবচেয়ে জরুরি হচ্ছে সার্বিক যুদ্ধবিরতি কার্যকর করা; আন্তর্জাতিক সমাজের উচিত এর জন্য জরুরিভিত্তিতে প্রচেষ্টা চালানো। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোববার কায়রোয় মিসরের পররাষ্ট্ররমন্ত্রীর সঙ্গে বৈঠকশেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
ওয়াং ই বলেন, চীন সবসময় ন্যায়ের পক্ষে থেকে, আরব লীগ ও মুসলিম দেশগুলোর সাথে যৌথভাবে, গাজায় সার্বিক যুদ্ধবিরতি ও সহিংসতা বন্ধের প্রচেষ্টা চালিয়ে আসছে। বিশেষ করে, বেসামরিক নাগরিকদের রক্ষায় সাধ্যানুযায়ী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বেইজিং।
তিনি বলেন, গাজায় মানবিক সাহায্যের অবাধ প্রবেশ নিশ্চিত করা জরুরি ও নৈতিক দায়িত্ব। এ ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের প্রস্তাব কার্যকর করে, যথাশীঘ্র সম্ভব একটি সার্বিক মানবিক ত্রাণব্যবস্থা গড়ে তুলতে হবে।
ওয়াং ই আরও বলেন, গাজার ভবিষ্যত পুরোপুরিভাবে ফিলিস্তিনিদের হাতে ছেড়ে দিতে হবে। “দুই রাষ্ট্র তত্ত্ব” বাস্তবায়ন করা হচ্ছে ফিলিস্তিন সমস্যার ন্যায়সঙ্গত সমাধানের একমাত্র পথ। ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতেও ও পূর্ব জেরুসালেমকে রাজধানী করে, সম্পূর্ণ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।