দ্বাদশ জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নতুন সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে আফ্রিকার দেশ উগান্ডায় যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশটিতে যাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকা থেকে উগান্ডার উদ্দেশে রওনা হবেন পররাষ্ট্রমন্ত্রী। ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলন এবার উগান্ডায় অনুষ্ঠিত হচ্ছে। ১৫-২০ জানুয়ারি কাম্পালায় আয়োজিত এই সম্মেলনে ১২০টি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা যোগ দিচ্ছেন।
উগান্ডা দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করতে যাওয়া পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় প্রথম সফরে নয়াদিল্লিতে যাবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর তাকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।প্রসঙ্গত, ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে ১৮তম ন্যাম শীর্ষ সম্মেলন হয়। সেবার সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছিলেন।