জাতীয়

মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান

মোহনা অনলাইন

দ্বাদশ জাতীয় নির্বাচনে মাদারীপুর-২ আসন থেকে অষ্টমবারের মতো নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। যুক্ত হতে যাচ্ছেন মন্ত্রিসভায়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা ও নীতিনির্ধারক।

বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। ১৯৮৬ সালে সর্বপ্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯ সালের ৩১ জুলাই নৌপরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শাজাহান খান। এরপর ২০১৩ সালের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় তাকে নৌপরিবহন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর ২০১৪ সালে জাতীয় নির্বাচন সামনে রেখে তিনি শুধুমাত্র নৌপরিবহন মন্ত্রীর কার্যভার গ্রহণ করেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button