নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মিয়ানমারের নেত্রী অং সান সু চির পারিবারিক বাড়ি বিক্রির নির্দেশ দিয়েছে ইয়াঙ্গুনের সামরিক সরকার নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট।
গত বৃহস্পতিবার এই রায় ঘোষণা করা হয়েছে। আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে তার বাড়ি বিক্রির নিলাম। বাড়ির সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ৯০ মিলিয়ন মার্কিন ডলার। অং সান সু চির পারিবারিক বাড়িটি তার ভাইদের মধ্যে বিরোধের বিষয় হয়েছিল। বাড়িটি বিক্রির পরে তা থেকে আসা আয় সু চির ভাইবোনদের ভাগ করে নিতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে।
তবে অং সান সু চির আইনজীবীরা রায়ের বিষয়ে পরামর্শ করতে এখন পর্যন্ত কারাবন্দি এই নেত্রীর সাথে দেখা করতে পারেননি।