
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে টানা দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক হাসান জাহিদ তুষার। রবিবার (২৮ জানুয়ারি) সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসান জাহিদ তুষারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। তিনি গ্রেড-৪ ভুক্ত হবেন এবং ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা বেতন স্কেলের আওতাভুক্ত সর্বোচ্চ ধাপের ৭১ হাজার ২০০ টাকা বেতন পাবেন।
তিনি মাগুরার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের ছেলে। এর আগে ২০১৯ সালের ৪ মার্চ একই পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। তিনি দীর্ঘদিন ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’এ কর্মরত ছিলেন। দীর্ঘদিন গণমাধ্যমের সঙ্গে জড়িত তুষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স পাস করেছেন। ক্যাম্পাস সাংবাদিকতা করার সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, হাসান জাহিদ তুষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তিনি।