ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে ছিলেন এই লাস্যময়ী নায়িকা। নতুন কাজ নিয়ে পর্দায় ফিরছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সঙ্গে আছেন এ বি এম সুমন। ভালোবাসা দিবস নিয়ে এবারও অনেক গল্প বুনছেন নির্মাতারা। যার খবর ক্রমশ প্রকাশ্য।
আসন্ন ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে তাদের নতুন ওয়েব ফিল্ম ‘বুকিং’। এবারই প্রথম একসঙ্গে কাজ করেছেন পরীমণি ও এ বি এম সুমন। দুজনকে নিয়ে আপাতত প্রকাশ হয়েছে একটা দৃষ্টিনন্দন প্রেমময় পোস্টার। ব্যক্তিগত জীবনে দীর্ঘ দম নিয়ে ডুব দেওয়া পরীমণি যেন ফের ভেসে উঠছেন এবারের ভালোবাসায়। কারণ, তাকে নিয়ে মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বুকিং’।
ঢাকার ৩০০ ফিটে হয়েছে এর শুটিং। পরী বলেন, ‘“বুকিং”র গল্প খুব সুন্দর। নানা চমক রয়েছে। তাছাড়া আরিয়ান আমার বেশ পছন্দের নির্মাতা। এতে প্রথমবার এ বি এম সুমনের সঙ্গে কাজ করেছি। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। পাশাপাশি নতুন বছরে এমন একটি কাজের মধ্য দিয়ে শুরু করছি বলে বেশ ভালো লাগছে।’
আরিয়ান জানান, ‘‘এটা ছোট্ট মিষ্টি একটা প্রেমের গল্প। পরীমণি ও এবিএম সুমন, পর্দায় দুজনকে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছি। সুন্দর একটা গান আছে। সব মিলিয়ে ৩০ মিনিটের একটা ‘ফিল গুড’ প্রেমের গল্প।’’ যেটার মাধ্যমে যেন দর্শকদের বুকিং দিয়ে রাখলেন ১৪ ফেব্রুয়ারি ছবিটি দেখার জন্য।



