আন্তর্জাতিক

সরকার গঠনে মিটিং আহ্বান করেছে পিটিআই

মোহনা অনলাইন

নির্বাচনে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) পার্টির স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে জয়ী হওয়ার পর অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠন করার জন্য মিটিং আহ্বান করেছে।

অন্যদিকে নওয়াজ শরীফের পিএমএলএন এবং আসিফ আলি জারদারির পিপিপি জোট গঠনের জন্য মিটিং করেছে।

অনলাইন জিও নিউজ বলছে, কেন্দ্রে নতুন সরকার এবং প্রাদেশিক সরকার গঠন করতে চায় পিটিআই। তাই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান, আসাদ কায়সার, আলি মুহাম্মদ খান এবং অন্যরা মিটিংয়ে বসবেন। শুক্রবার দলটির পক্ষ থেকে বলা হয়, তারা কেন্দ্রে সরকার গঠন করার মতো অবস্থানে আছে। একই দিনে তারা পিপিপি এবং পিএমএলএনের সঙ্গে জোট গঠনের কথা উড়িয়ে দেয়।

ব্যারিস্টার গওহর বলেন, আমরা পিপিপি বা পিএমএলএনের সঙ্গে যোগাযোগ করছি না। তিনি দাবি করেছিলেন, পিটিআই জাতীয় পরিষদের ১৫০ আসনে জয় পাচ্ছে। কেন্দ্রে সরকার গঠনের মতো বাকি আসন তারা পাবেন। তিনি আরও দাবি করেন, খাইবার পখতুনখাওয়া প্রদেশে সরকার গঠনের মতো এগিয়ে আছে পিটিআই।

author avatar
Mohona Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button