বিনোদন

দুইটি প্রকাশনী আমার পেছনেও ঘুরেছে, বই বের করার জন্য : জায়েদ খান

মোহনা অনলাইন

চলছে অমর একুশে বইমেলা। তবে প্রতি বছরের চেয়ে এবারের বইমেলা নিয়ে একটু সমালোচনা বেশি হচ্ছে। কেননা স্বীকৃত লেখক কিংবা লেখকের বাইরে কিছু ভাইরাল ব্যক্তিরা তাদের নিজেদের নিয়ে বই ছাপিয়েছেন।

বিশেষ করে সম্প্রতি আলোচিত দম্পতি খন্দকার মুশতাক ও সিনথিয়া ইসলাম তিশার লেখা তিনটি বই নিয়ে বিতর্কত সৃষ্টি হয়েছে। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন ঢাকাই সিনেমার আলোচিত সাথে সমালোচিত অভিনেতা জায়েদ খান।

শুরুতেই নিজের ব্যাপারে তিনি বলেন, এবার বইমেলার আগে আমার পেছনে দুটি প্রকাশনী ঘুরেছে বই বের করার জন্য।তিনি বলেন, প্রকাশনীগুলো চেয়েছিল আমার নামে বই বের করবে। কিন্তু তাতে রাজি হইনি আমি। তাদের সরাসরি জানিয়েছি, এসব আমার জন্য না। কেননা, আমি লেখক নই। আমি একজন অভিনেতা। এ জন্য অভিনয়টাই মনে-প্রাণে করতে চাই।

জায়েদ খান আরও বলেন, ‘শুধু খন্দকার মুশতাক আহমেদ ও তিশা দম্পতির সমালোচনা করলেই হবে না, আপনি খোঁজ নিন তাদের বই কারা বের করেছে। তারাও দোষী। কারণ কেউ ভাইরাল হলেই এইসব প্রকাশনী তাদের বাড়ি বাড়ি চলে যায়, নানা প্রলোভন দেখিয়ে তাদের বই প্রকাশ করান।’

প্রসঙ্গত, কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে জানান। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button