যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন এখন অনেকটাই নিশ্চিত। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ওই অঙ্গরাজ্যের সাবেক গভর্নর নিকি হ্যালি। এই জয়ের মধ্য দিয়ে কার্যত অনেকটাই নিশ্চিত হয়ে গেল প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে ট্রাম্পের মনোনয়ন পাওয়ার বিষয়টি।
ট্রাম্প প্রার্থী হলে তাঁর রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) কে হবেন, তা নিয়ে আলোচনা চলছে। রিপাবলিকান দলের কর্মীদের কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) ট্রাম্পের সম্ভাব্য রানিংমেট নিয়ে একটি জনমত জরিপ করা হয়। এ জরিপে দুটি নাম শীর্ষ পছন্দের তালিকায় উঠে এসেছে। এর মধ্যে সবার ওপরে রয়েছে সাউথ ডেকোটার গভর্নর ক্রিস্টি নোয়েমের নাম। এ ছাড়া ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা উদ্যোক্তা বিবেক রামাস্বামীর নামও জরিপে উঠে এসেছে।