রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি শাখা ক্যাম্পাসের জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। যৌন হয়রানির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শিক্ষক মুরাদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন। ওসি বলেন, সোমবার সন্ধ্যায় এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে।
এর আগে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। সোমবার রাতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির জরুরি সভায় তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয় প্রাইভেট পড়ানোর ফাঁকে বিভিন্ন সময় তিনি ওই ছাত্রীকে অশালীন খুদে বার্তা পাঠাতেন। গত শনিবার অভিযুক্ত ওই শিক্ষককে শিক্ষাপ্রতিষ্ঠানটির ওই ক্যাম্পাস (আজিমপুর শাখা) থেকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। সংযুক্ত করার বিষয়ে অফিস আদেশে বলা হয়েছিল, ওই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে।
অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আসছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্রী ও অভিভাবকেরা। এ দাবিতে ছাত্রীরা গত রোববার আজিমপুর ক্যাম্পাসে বিক্ষোভ করে। একই দিনে অভিভাবকেরা সংবাদ সম্মেলন করে অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেন।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেয়া রায় চৌধুরী বলেন, এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির (ঢাকা বিভাগীয় কমিশনার) কাছে অভিযোগ দেওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যে তদন্ত কমিটির কাজও অনেক দূর এগিয়েছে। এখন তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তার আগপর্যন্ত ওই শিক্ষক সংযুক্ত থাকবেন, কোনো ক্লাস নিতে পারবেন না।