ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানের ‘চিফ কি নোট’ স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়টির আয়োজনে ‘ভয়েসেস অব দ্য ওয়ার্ল্ড : অ্যা সেলিব্রেশন অব ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে’ অনুষ্ঠিত হবে।
ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ২৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য ‘ভয়েসেস অব দ্য ওয়ার্ল্ড : অ্যা সেলিব্রেশন অব ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে’ অনুষ্ঠানে চিফ কি-নোট স্পিকার হিসেবে অংশ নিবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। একইদিনে বিকেল ৬টা ৪৫ মিনিটে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ‘এমব্রেসিং লিঙ্গুইস্টিক ডাইভারসিটি : এন ইন্টারেক্টিভ কালচারাল ইভিনিং ইন কমেমোরেশন অব ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম, স্বাধীনতা ও মুক্তির আন্দোলন, সাংস্কৃতিক স্বকীয়তা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং কল্যাণধর্মী পৃথিবীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে উপজীব্য করে আন্তর্জাতিক ছাত্র আন্দোলনে নির্ধারক ভূমিকা পালন করতে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিশ্রুতিবদ্ধ।