ফ্যাশন আর চলচ্চিত্রের জন্য অস্কারের মঞ্চ-ই শেষ কথা। গত বছর অস্কারের আলোচনা-সমালোচনার বিষয় হয়েছিল চড়কাণ্ড। উপস্থাপক ক্রিস রককে চড় মেরে বসেছিলেন অভিনেতা উইল স্মিথ। আর এবার ৯৬তম অস্কারে তা দাঁড়াল গিয়ে নগ্নতায়।
তবে অস্কারের মঞ্চে সবচেয়ে পাগলাটে ঘটনা ঘটেছিল ১৯৭৪ সালে, ৪৬তম অস্কার মঞ্চে। সেবার রবার্ট ওপেল নামের এক আলোকচিত্রী নগ্ন হয়ে অস্কারের মঞ্চ দিয়ে হেঁটে গিয়েছিলেন। এবারের অস্কার ছিল সেই ঘটনার-ই অর্ধশত বছর পূর্তি!
সেরা কস্টিউম পুরস্কার ঘোষণা করতে গিয়েই এ কাণ্ড করেছেন জন। ১১ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলা অস্কার পুরস্কার মঞ্চে জনকে ডেকে নিয়েছিলেন উপস্থাপক জিমি কিমেল। তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন।
এরপর জন সিনা জিমি কিমেলের হাত থেকে ‘সেরা পোশাক ডিজাইনার’ লেখা খামটি নেন। খামটি নিয়ে তিনি লজ্জাস্থান ঢাকেন। তারপর মঞ্চে এসে দাঁড়িয়ে বলেন, ‘পোশাক খুবই গুরুত্বপূর্ণ। সত্যি কথা বলতে কি পোশাক (এই আয়োজনে) সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ অথচ তাঁর শরীরে কোনো পোশাকই ছিল না। এই বৈপরীত্য ব্যাপক হাসির খোরাক দেয়। মূলত কস্টিউম ডিজাইনারের প্রয়োজনীয়তা বোঝানোর জন্যই নগ্ন হয়ে মঞ্চে ওঠেন তিনি। পায়ে অবশ্য প্যাস্টেল বাদামি রঙের স্যান্ডেল ছিল। যখন মঞ্চের আলো কমিয়ে সেরা কস্টিউম ডিজাইনারের মনোনয়ন দেখানো হচ্ছিল, তখন জন সিনার সহকারীরা নীরবে আসেন। আর জন সিনাকে হালকা বাদামিরঙা গাউন পরিয়ে দেন।
মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাণ্ডটি করেন জন সিনা।