আন্তর্জাতিক

লিবিয়ায় গণকবরে মিলল ৬৫ মরদেহ

মোহনা অনলাইন

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার একটি গণকবরে অন্তত ৬৫ জন অভিবাসীর মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। মৃত এসব অভিবাসীরা ঠিক কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

আইওএম জানিয়েছে, এ অভিবাসীরা কীভাবে নিহত হয়েছেন এবং তাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে সম্ভবত তাদেরকে এ মরুভূমির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ভূমধ্যসাগর অঞ্চলে পাচার করার উদ্দেশ্যে। দক্ষিণ-পশ্চিম লিবিয়ায় পাওয়া এ গণকবর নিয়ে তদন্ত করছে দেশটি।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করার ক্ষেত্রে মানবপাচারকারীদের বহুল ব্যবহৃত একটি পথ হলো লিবিয়া। এ মাসের শুরুর দিকেই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৬০ জন অভিবাসী নিহত হয়েছিলেন। গত বছর সারা বিশ্বে অন্তত ৮,৫৬৫ জন নিহত হয়েছেন অবৈধ উপায়ে অভিবাসন করতে গিয়ে, জানিয়েছে আইওএম।

এই ঘটনায় লিবিয়া তদন্ত করছে বলে জানিয়েছে আইওএম। আর ওই গণকবরটি দক্ষিণ-পশ্চিম লিবিয়ায় পাওয়া গেছে বলেও জানিয়েছে সংস্থাটি।  এ ঘটনা থেকে বোঝা যায় আইনগত উপায়ে অভিবাসন কতটা জরুরি। এই অভিবাসীদের মরদেহ সম্মানের সাথে শনাক্তকরণ এবং হস্তান্তরের ওপর জোর দিয়েছে সংস্থাটি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button