গঙ্গা পানিবণ্টন চুক্তি

  • Top News

    গঙ্গার চুক্তি নবায়ন নিয়ে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি

    ৩০ বছর আগে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে ২০২৬ সালের ডিসেম্বর মাসে। মেয়াদোত্তীর্ণের আগে এ চুক্তি নবায়নে প্রস্তুতি হিসেবে আগামী ৯ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে যৌথ নদী কমিশনের (JRC) কারিগরি পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারত। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে একটি কারিগরি দল বৈঠকে অংশ নেবে। আলোচনার মূল এজেন্ডা থাকবে গঙ্গা চুক্তি বাস্তবায়নের অগ্রগতি ও নবায়ন বিষয়ে প্রস্তুতি। বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ ছিল ৩০ বছর। তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চুক্তিতে সই করেছিলেন। চুক্তির আওতায় প্রতিবছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দুই দেশ ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি ভাগাভাগি করে নেয়। ২০২৬ সালে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দুই দেশ চুক্তি নবায়নে সম্মত হয়েছে বলে কূটনৈতিক সূত্রে…

    Read More »
Back to top button