স্বাধীনতা দিবসের ছুটিতে নিজ মোটরসাইকেল নিয়ে অবসরে ঘুরতে বেড়িয়েছিলেন টেকনিশিয়ান জাহাঙ্গীর আলম। পেছনে বসেছিল তাঁরই হেলপার ফাহিম। পৌর এলাকার কেওয়া বাজার পৌঁছার আগেই একটি বাইসাইকেল চালকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ৩জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ৪ দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান টেকনিশিয়ান জাহাঙ্গীর আলম। মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুরে।
শুক্রবার (২৯ মার্চ) রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর। এর আগে, ২৬ মার্চ বিকেলের দিকে পৌর এলাকার কেওয়া বাজারের পার্টেক্স গার্মেন্টস কারখানার (ট্রিপল এপারলেস লি:) সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (২১) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার লেটির কান্দা গ্রামের আকবর আলীর ছেলে। সে মাওনা চৌরাস্তার কাকলী ফার্নিচারে হেড টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় চিকিৎসাধীন হেলপার ফাহিম ও বাইসাইকেল চালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে কাকলী ফার্নিচারের স্বত্বাধিকারী সোহেল রানা বলেন,” অত্যন্ত সৎ ও কর্মঠ ছিলেন টেকনিশিয়ান জাহাঙ্গীর। তাঁর অন্ত:স্বত্ত্বা স্ত্রী রয়েছে। তাঁর মৃত্যুতে কাকলী ফার্নিচার শোকাভিভূত।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান মোহনা টেলিভিশনকে বলেন,” মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো। এছাড়াও নিহতের স্বজনরা যদি আবেদন করে সে পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে”।