রাজশাহীসংবাদ সারাদেশ

ঈদের আগেই খুলে দেয়া হবে পাঁচলিয়া ওভারব্রীজ

জুবায়েল হোসেন, সিরাজগঞ্জ

এবার ঈদে স্বস্তি নিয়ে বাড়ি ফিরবে উত্তরবঙ্গের মানুষ। বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত ২২ কিলোমিটার এবং হাটিকুমরুল থেকে রায়গঞ্জ পর্যন্ত সড়কের ঝুকিপূর্ণ্য স্থানে সংস্কারের কাজ চলছে।  যেখানে যেখানে খানাখন্দ ছিলো তাও সংস্কার করা হয়েছে। ঈদে ঘরে ফেরা মানুষ ভোগান্তিতে পড়তে না হয় এজন্য খুলে দেয়া হবে পাঁচলিয়া ওভারব্রীজ। কাজ ও প্রায় শেষের দিকে। আগামী ৪ এপ্রিলের মধ্যে পুরো সড়ক চার লেনে উন্নিত হবে। ফলে এখন সহাসড়কের চিত্র  পাল্টে গেছে। যে কারনে এবারের ঈদে উত্তরবঙ্গের ঘরে ফেরা মানুষ স্বস্তি নিয়ে বাড়ি ফিরবে সেটাই আশা করছে।

প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত এ মহাসড়ক পাড়ি দিতে যাত্রী ও চালকদের ঘন্টার পর ঘন্টা  চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে এবছর মহাসড়কের নলকা ব্রিজ, ফ্লাইওভার, ও চার লেনের কাজ অনেকাংশে শেষ হওয়ায় অনেকটাই স্বস্তি পেতে পারেন উত্তরবঙ্গের ঈদে ঘরে ফেরা মানুষ, যাত্রী ও চালকেরা। স্বাভাবিক দিনে গড়ে ২০-২৫ হাজার যানবাহন চলাচল করলেও ঈযাত্রায় ৩০-৩৫ হাজার ছাড়িয়ে যায়। অতিরিক্ত যানবাহনের চাপে সৃষ্টি হয় তীব্র যানজট। তবে এবার উত্তরের ঘরে ফেরা মানুষের যাতায়াতে যেন বিঘ্ন না ঘটে, এজন্য হাটিকুমরুল মোড়ে একমাস আগে কংক্রিটের রাস্তা মেরামত করে দেয়া হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে বগুড়ার মোকামতলা পর্যন্ত হয়ে রংপুর পর্যন্ত পুরোটাই চার লেনের ফ্যসেলিটি দিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-৩) সড়ক উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা। এজন্য এবার নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে যাত্রীরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button