রাসেল কবির বগুড়া ব্যুরো প্রধান।ঢাকা রংপুর মহাসড়ক চার লেনে উন্নতি করন শীর্ষ প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া পান্তাপাড়া তারদহ ও দরবস্ত মৌজায় ১০ একর জমির দখল হস্তান্তর করা হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে শহরের চৌরঙ্গী মোড় উপজেলা গেট সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এসব জমি হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জাহিদ বিন কাশেম উপস্থিত থেকে সাসেক প্রকল্পের কাছে এসব জমি হস্তান্তর করেন। সাসেক প্রকল্পের পক্ষে জমি বুঝে নেন সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ উপ প্রকল্প ব্যবস্থাপক সাইমুম আতিক ও সহকারী প্রকৌশলী মোঃ আতিক।
এ সময় উপস্থিত প্রকৌশলীরা বলেন, জমি বুঝে নেওয়ার মাধ্যমে গোবিন্দগঞ্জ বাসির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হল। এর ফলে অল্পদিনের মধ্যেই ঢাকার রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ অংশে কাজ শুরু হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের কানুনগো (ভারপ্রাপ্ত) ও সার্ভেয়ার রাকিবুল ইসলাম, ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মোঃ কামরুজ্জামান ও আল আমিন।