পবিত্র ঈদুল ফিতরে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য নাড়ির টানে গ্রামে ছুটছেন যাত্রীরা। কিন্তু, এই আনন্দের আড়ালে মিশে থাকে ঘরে ফেরার পথে চরম ভোগান্তির এক গল্প। তবে, এবার পরিস্থিতি যেন পাল্টেছে; ঈদযাত্রায় এখন পর্যন্ত সুখকর এক নতুন অভিজ্ঞতা লাভ করছেন ঘরমুখো মানুষ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ কম। ফলে পবিত্র ঈদুল ফিতরে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। মহাসড়কে কোথাও যানজট কিংবা ধীরগতি নেই। এদিকে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। তবে মহাসড়কে এখনো যানজটের সৃষ্টি হয়নি। অন্যদিকে, পদ্মাসেতু চালু হওয়ার পর গাবতলী বাস টার্মিনালে তেমন ভিড় দেখা যায়নি।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মো. রেজাউল হক বলেন, যান চলাচল স্বাভাবিকের তুলনায় কম রয়েছে। গাড়ির চাপ একেবারে নেই। তবে বিকালের পর থেকে যানবাহনের চাপ বাড়তে পারে।