চট্টগ্রামসংবাদ সারাদেশ

পর্যটকে মুখর পর্যটন কেন্দ্রগুলো; কক্সবাজার জনসমুদ্র

ঈদের ছুটির আনন্দ ছড়িয়ে পড়েছে দেশের পর্যটন খাতে। ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখর দেশের পর্যটন কেন্দ্রগুলো। এরইমধ্যে কক্সবাজার, কুয়াকাটা, পাথরঘাটা,কুয়াকাটা,গঙ্গামতি সমু্দ্র সৈকতসহ পর্যটনকেন্দ্রগুলো সাজানো হয়েছে নানান সাজে।

ঈদুল ফিতর আর পহেলা বৈশাখের টানা ছুটিতে পর্যটকে টইটুম্বুর কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্রের লোনাজলে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে সব বয়সের পর্যটক। পর্যটক সমাগম প্রাণ ফিরে পেয়েছে পর্যটন শহর কক্সবাজার। লোনা জ্বলের স্পর্শে উচ্ছাসে মাতোয়ারা পর্যটকরা। এদিকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের নিরাপত্তায় টইল জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশও।

পটুয়াখালী লেম্বুর বন সমুদ্র সৈকত থেকে চর গঙ্গামতি সমু্দ্র সৈকত। ঈদের দ্বিতীয় দিনে দেশী বিদেশী হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত। পর্যটকরা সৈকতের বুকে আছড়ে পড়া ছোট-বড় ঢেউয়ে সাঁতার কাটতে পারায় উচ্ছ্বসিত অনেকে।

বরগুনার পাথরঘাটায় পর্যটক কেন্দ্রগুলোতে জড়ো হয়েছেন কয়েক হাজার পর্যটক। পরিবার-পরিজন নিয়ে সবাইতে মেতে উঠেছেন আনন্দ উল্লাসে। তবে নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন পর্যটকরা। নিরাপত্তা আরো বাড়ানোর কথাও বলেছেন কেউ কেউ।

ঈদকে ঘিরে শরীয়তপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো জমে উঠেছে। মিনি চিড়িয়াখানায় রয়েছে বিভিন্ন ধরণের রাইড, স্পীড বোট, সুপার চেয়ার আর ট্রেনসহ অনেক কিছু। রয়েছে নানা জাতের ফুল ও ফুলের গাছ।

পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তার বিষয়ে সজাগ রয়েছে প্রশাসন। পর্যটকদের এই নির্মল আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মনে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button