বুধবার (১৬ এপ্রিল) রাতে র্যাব-৩ এর একটি দল রাজধানীর তেঁজগাও থেকে মাগুরা জেলার সদরের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামি অনুপ কুমার চাকীকে (৩০) গ্রেপ্তার করেছে।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, ভুক্তভোগীর সঙ্গে অনুপের পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলাপের এক পর্যায়ে আসামি জানতে পারে, ভুক্তভোগীর ৮ বছর আগে ডিভোর্স হয় এবং তার ৯ বছর বয়সী সন্তান আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগীর বাড়িতে আসা যাওয়া শুরু করে অনুপ কুমার।
একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে চাইলে প্রত্যাখ্যান করে ভুক্তভোগী ওই নারী। পরে ঝিনাইদহে একটি মন্দিরে নিয়ে সিঁদুর পরিয়ে বিয়ের মিথ্যে নাটক সাজিয়ে মেলামেশা শুরু করে অভিযুক্ত অনুপ।
পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। ভুক্তভোগী বিবাহের রেজিস্ট্রেশনের কথা বললে বিবাহের বিষয়টি অস্বীকার করে অনুপ।
বিয়ের জন্য চাপ দিলেও অস্বীকৃতি জানায় এবং ভুক্তভোগী ও তার পরিবারকে হত্যা, সামাজিক যোগাযোগের মাধ্যমে অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অনুপ।
গত ২ ফেব্রুয়ারি মাগুরা সদর থানায় ভুক্তভোগীর অনুপের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। সেই মামলায় গত রাতে অনুপকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।