বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও দুই সন্তানের মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে বিদ্যুতের তারে জড়িয়ে এক মা ও তার ২ সন্তানের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ইউনিয়নের ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, শনিবার বেলা ১১টার দিকে নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে। এতে গৃহবধূ সোনিয়া বেগম (৩১), তার ৯ বছরের মেয়ে রেজমি আক্তার ও ৫ বছরের ছেলে সালমান মোল্লা নিহত হয়েছে।
ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম তালুকদার বলেন, নিহতদের বাড়ি ৪ নম্বর ওয়ার্ডে। রিয়াজ মোল্লা প্রতিদিনের মতো কাজ করতে বাড়ির বাইরে ছিলেন। তার স্ত্রী সোনিয়া দেড় বছরের সন্তানকে ঘরে রেখে ঘরের পাশের লেবু গাছ থেকে লেবু আনতে যায়। সঙ্গে বড় মেয়ে ও মেজো ছেলে ছিল। লেবু গাছের গোড়ায় নালায় বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল। সেই তার মেঝ ছেলে সালমানের গলায় লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তা দেখে মা সন্তানকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন মাকে বাঁচাতে যায় ৯ বছরের মেয়ে। সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।