সেরা নারীর সম্মাননা পেলেন মাধবদীর আমেনা বেগম
নারী উদ্যোক্তা ও সমাজ সেবায়ক বিশেষ ভূমিকা রাখার জন্য এই সম্মাননা প্রদান করা হয়।
মাধবদী পৌরসভার ১২৩নম্বর ওয়ার্ডের ৪ বার নির্বাচিত সাবেক কাউন্সিলর আমেনা বেগম দীর্ঘদিন যাবত সমাজ সেবায় রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়া প্রত্যাশা ট্রেডার্স এর তত্ত্বাবধায়ক হিসেবে সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে মেলে ধরেছেন। অপরদিকে অবহেলিত নারীদের নিয়ে কাজ করেছেন স্বাবলম্বী করতে। ক্লান্তীহীন পরিশ্রম করে যাচ্ছেন এবং রাজনীতি অঙ্গনে রেখেছেন বিশেষ ভূমিকা। তিনি বর্তমানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের মাধবদী শহর শাখা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে সেরা নারী উদ্যোক্তা নির্বাচিত হন। এ উপলক্ষে আয়োজিত সম্মাননা প্রধান অনুষ্ঠানে শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারায় সংস্থাটির প্রতিনিধির মাধ্যমে তার কাছে সম্মাননা স্বরূপ সনদ প্রধান ও ক্রেস্ট পৌঁছে দেওয়া হয়।
এ ব্যাপারে তিনি জানান, প্রত্যেক নারী স্বাবলম্বী হবে নিজের পায়ে দাঁড়াবে এটাই আমার উদ্দেশ্য। কি পেলাম কি পাব এটা কখনো ভাবিনি। তবে এ সম্মাননা আমাকে আর উৎসাহিত করেছে। এসময় সংস্থাটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।