অর্থনীতি

বাজারে পাওয়া যাবে এসএমসি প্লাস, বিপণনে বাধা নেই

এসএমসি প্লাস এর উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণনে কোন বাধা নেই। তবে বিএসিটিআই এর নিবন্ধন না থাকার জন্য আদালত অর্থদণ্ড করেছেন। এসএমসি এন্টাপ্রাইজ লিমিটেড এসএমসি প্লাস এর নিবন্ধনের জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে গণমাধ্যমকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

ইলেক্ট্রোলাইট ড্রিংক বিশ্বব্যাপী একটি জনপ্রিয় এবং দ্রুত বর্ধনশীল কার্যকরী পানীয়। পাশ্ববর্তী দেশ ভারত, উত্তর আমেরিকা ও ইউরোপসহ বিশ্বের অনেক দেশে ইলেক্ট্রোলাইট ড্রিংক যেমন Gatorade (PepsiCo), POWERADE (Coca-Cola), Rebalanz (Dr. Reddy’s) ইত্যাদি বহুল ব্যবহৃত ও ব্যাপক জনপ্রিয়। ইলেক্ট্রোলাইট ড্রিংক হলো এমন একটি পানীয়, যা দেশের সোডিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মতো খনিজগুলোর ঘাটতি পূরণ করে।

প্রায় ৫০ বছর ধরে এসএমসি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নিত্য নতুন উদ্ভাবনী পণ্য নিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এসএমমি এন্টারপ্রাইজ আন্তর্জাতিক মানসম্পন্ন এসএমসি প্লাস ইলেট্রোলাইট ড্রিংক। আন্তর্জাতিক মানসম্পন্ন এসএমসি প্লাস ইলেট্রোলাইট ড্রিংকটি বাংলাদেশের কোটি মানুষের কাছে সমাদৃত ও জনপ্রিয়তা অর্জন করেছে।

author avatar
Mohona Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button