থানচির পাহাড়ি পাড়াতে ভয়াবহ আগুন; বিজিবির প্রচেষ্টায় রক্ষা
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নের থুইসাপাড়ায় অগ্নিকাণ্ডে আবাসিক হোটেলসহ ১১টি ঘর পুড়ে গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
এসময় স্থানীয় লোকজন প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে বিজিবি’র বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধীনে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে থুইসাপাড়ায় ছুটে যায় এবং বিজিবি সদস্যরা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারসহ বিভিন্ন উপায়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিজিবি সদস্যদের কয়েক ঘন্টার প্রাণান্তকর চেষ্টায় দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে থুইসাপাড়ায় বেশ কয়েকটি বসতবাড়ি পুড়ে যায়। তবে বিজিবি সদস্যদের প্রাণান্তকর প্রচেষ্টায় পাহাড়ি বসতঘর ও তাদের অন্যান্য সম্পদ রক্ষা পায়।
আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন পাহাড়ি আহত হয়। বিজিবি ক্যাম্পের মেডিকেল সহকারী তাদেরকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেরকে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে দুপুরের খাবার সরবরাহ করা হয়।