রামপালে চোখের আলো ফিরে পাবেন ৫০০ চক্ষু রোগী
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের রামপালে চোখের আলো ফেরত পেতে চলেছেন প্রায় ৫০০ চক্ষু রোগী ৷ শুক্রবার (১৭ মে) দিনব্যাপী বড়দিয়া হাজী আরিফ মাদরাসা মাঠে ঢাকা মেগা সিটি লায়ন ক্লাব ও দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এবং লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের সহযোগীতায় চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজনের জন্যে ৫ শতাধিক রোগী বাছাই করা হয়েছে। রামপাল-মোংলার রোগীসহ আশপাশের জেলা ও উপজেলার রোগীরা চোখ অপারেশন ও লেন্স সংযোজনের সুযোগ পাচ্ছেন।
ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানী অপারেশনের রোগী বাছাই করা হয়েছে। শুধুমাত্র বাছাইকৃত ছানি পড়া রোগীদের ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশন করা হবে।
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, মানুষের সেবার মধ্যদিয়েই যেন আমার মৃত্যু হয় এবং এ কাজের মধ্যে দিয়ে মানুষের মাঝে বেচে থাকতে চাই।
২০০৯ সাল থেকে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ব্যতিক্রমী সেবার মধ্যদিয়ে ইতিমধ্যে মোংলা-রামপালের ৫ হাজার ৯০০ জন মানুষকে বিনামূল্যে অপারেশন করেছেন। ওই সময় প্রায় ৫০ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাকির হোসেন, ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামরুল ইসলাম গোরা। চক্ষু শিবির পরিচানায় ছিলেন খান আলী আজমসহ আরো অনেকে।