
রাঙ্গামাটির লংগদুতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মীসহ দুজন নিহত হয়েছে।
আজ শনিবার (১৮ মে) সকালে উপজেলার কাট্টলীর ধনপুতি বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইউপিডিএফ কর্মী বিদ্যাধন তিলক (৪৯) ও স্থানীয় বাসিন্দা ধন্যমনি চাকমা (৩২)।
নিহত বিদ্যাধন তিলক লংগদু উপজেলার কুকিছড়া গ্রামের সময় মনি চাকমার ছেলে এবং সমর্থক ধন্য মনি চাকমা একই উপজেলার ধুধুকছড়া গ্রামের লেংগ্যা চাকমার ছেলে।
ইউপিডিএফের অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপজাতীদের একাংশের নেতা সন্তু লারমার মদদে এ হত্যাকাণ্ড ঘটেছে।লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি হারুনুর রশিদ বলেন, ‘আমরা এক ইউপিডিএফ কর্মী ও স্থানীয় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এলাকাটি দুর্গম, তাই এ মুহূর্তে বিস্তারিত জানা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর কারণ জানা যাবে।’
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের মুখপাত্র নিরন চাকমা এক বিবৃতিতে বলেন, ‘সন্তু লারমা আবারও তার বাহিনীকে দিয়ে ইউপিডিএফের কর্মী-সমর্থকদের হত্যা শুরু করেছেন। পার্বত্য চট্টগ্রামের জনগণের কাছে সন্তু লারমা একজন খুনি হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।’
বিজ্ঞপ্তিতে নিরন চাকমা ইউপিডিএফ কর্মী-সমর্থককে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। তিনি দাবি করেন, উপজেলার হাড়িকাবার গ্রামের পোয়া চাকমা ওরফে আপন (৩২) এ হামলায় নেতৃত্ব দিয়েছেন।