সংবাদ সারাদেশ

শেরপুরে গরুচোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ মে) বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয় ।

গ্রেপ্তারকৃতরা হলেন-শেরপুর শহরের কসবা কাঠগড় এলাকার ফরহাদ হোসেনের ছেলে আব্দুল জলিল ওরফে ফকির হোসেন (৩৪), টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানার কোকাদাইর এলাকার মৃত সিরাজ প্রামাণিকের ছেলে মহির উদ্দিন (৫০), মহির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (২৩), হাসেম প্রামাণিকের ছেলে সাহিজুল ইসলাম (৩০) এবং খানুরবাড়ী এলাকার মহিউদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন (৩৫)। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়ার বসতবাড়ির গোয়ালঘর থেকে গত ১২মে গভীর রাতে একদল সংঘবদ্ধ চোর ৫টি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলোর মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। ওই ঘটনায় শাহজাহান মিয়া ১৪মে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির ব্যবহার করে গরু চুরির কাজে ব্যবহৃত ট্রাকের চালক আব্দুল আব্দুল জলিল ওরফে ফকির হোসেনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি মতে টাঙ্গাইলের অপর আন্তঃজেলা গরু চোরচক্রের সদস্য মহির উদ্দিন ও তার ছেলে আজিজুল ইসলাম এবং সাহিজুল ইসলাম ও মিনহাজ উদ্দিনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে চুরি যাওয়া ৫টি গরুর মধ্যে ৩টি গরু উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত আরও আসামি পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button