সংবাদ সারাদেশ

শরণখোলায় গাছচাপায় নারীর মৃত্যু জানা গেল পরে

অমিত পাল, বাগেরহাট প্রতিনিধি : ঘূর্ণিঝড় রিমালে বাগেরহাটের শরণখোলায় গাছচাপা পরে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই নারীর নাম মোসা. ফজিলা বেগম (৫৫)। নিহত ফজিলা খোন্তাকাটা ইউনিয়নের ধানসাগর গ্রামের হাফেজ মো. রুহুল আমিনের স্ত্রী। সোমবার ঝড়ের সময় দুপুর নাগাদ উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ধানসাগর গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ২৭ মে ঘূর্ণিঝড় রিমালে প্রভাবে গাছচাপায় ফজিলা বেগমের মৃত্যু হয়েছে। কিন্তু ভারী বৃষ্টিপাত, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও মোবাইলফোন নেটওয়ার্ক না থাকায় মঙ্গলবার বিকেলে বিষয়টি জানতে পেরেছি। নিহত ওই নারীর নামপরিচয় মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাকির হোসেন খান মহিউদ্দিন জানান, ২৭ মে দুপুরের আগ মুহূর্তে তিনি রান্না করতে গিয়েছিলেন । ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সেসময় রান্না ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তুমি মারা যান। ওই নারী নিঃসন্তান। তার স্বামীও অসুস্থ। মঙ্গলবার তার দাফন সম্পন্ন করা হয়েছে। প্রচণ্ড বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে নেটওয়ার্ক না থাকায় বিষয়টি প্রশাসনকে জানাতে দেরি হয়।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদিপ্ত কুমার সিংহ বলেন, মঙ্গলবার দুপুরের পর ওই এলাকার চেয়ারম্যান উপজেলায় এসে ফজিলা বেগমের মৃত্যুর বিষয়টি আমাদের জানান। নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

author avatar
Mohona Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button