সংবাদ সারাদেশ

প্রধানমন্ত্রীর ডিপিএস তুষার ও এপিএস হাফিজুরের নিয়োগ বাতিল

মোহনা অনলাইন

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) গাজী হাফিজুর রহমান এবং উপ প্রেস সচিব (ডিপিএস) হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

হাফিজুর ও তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগ ১ জুন থেকে বাতিল করা হলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব নতুন সরকার গঠনের পর চলতি বছরের ২৮ জানুয়ারি তার সহকারী একান্ত সচিব (এপিএস-২) পদে গাজী হাফিজুর রহমান নিয়োগ পান। একই দিন হাসান জাহিদ তুষারও উপ প্রেস সচিব নিয়োগ পেয়েছিলেন।

প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের (হাফিজুর ও তুষার) ওই চুক্তিভিত্তিক নিয়োগ বহাল থাকবে বলে নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়েছিল।

আগামী ১ জুন শনিবার থেকে এ দুই কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ কার্যকর হবে।

তাদের সঙ্গে করা চুক্তির ‘অনুচ্ছেদ-৮’ অনুযায়ী চুক্তি বাতিল করা হয়েছে জানা গেছে।

উল্লেখ্য, এ ধরনের চুক্তিভিত্তিক নিয়োগে থাকা কর্মকর্তারা কতদিন সংশ্লিষ্ট পদে থাকবেন তা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না।

সূত্র জানায়, এ ধরনের পদধারীরা যাদের ইচ্ছায় নিয়োগ পান তাদের পদের মেয়াদ বা ইচ্ছামাফিক সময় পর্যন্ত পদে বহাল থাকতে পারেন।

গাজী হাফিজুর রহমান ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৯ সালে তিনি প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পান।

এদিকে সাংবাদিক হাসান জাহিদ তুষার সরকারের গত মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব পদে নিয়োগ পান। এর আগে তিনি একটি ইংরেজি দৈনিকে কর্মরত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button