সংবাদ সারাদেশ

হাইকোর্টের আদেশ অমান্য, পুনরায় ডিএসসিসি কর্তৃক ইজারা

মোহনা অনলাইন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আফতাবনগরে পশুরহাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। আদেশ পাওয়ার পরও আবার ইজারার বিজ্ঞপ্তি দেওয়ায় আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চকে তিনি এ তথ্য জানান।এ কারণে আফতাবনগরে পশুর হাট বসানোর জন্য পুনরায় ডিএসসিসি কর্তৃক ইজারার জন্য বিজ্ঞপ্তি স্থগিত চেয়ে রিট পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও অ্যাডভোকেট এস এম শামীম হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

আদালতে ডিএসসিসির আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান শুভ বলেন, গত ৩১ মে পুনরায় আফতাবনগরে পশুর হাট বসানোর জন্য ইজারার জন্য বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ওই সময়ে আপিল বিভাগের আদেশ ছিল না। আপিল বিভাগের আদেশ পাওয়ার পর ইজারার কার্যক্রম স্থগিত করে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

২৪ ঘণ্টার মধ্যে ইজারা বিজ্ঞপ্তি বাতিল করার অনুরোধ জানানো হয়েছে নোটিশে। অন্যথায় আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button