চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, বিভিন্ন অনুদানের মধ্য দিয়ে দারিদ্র্য হ্রাস, শিক্ষার্থীদের জন্য সঠিক শিক্ষা, রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট নির্মাণসহ সকল ধরনের উন্নয়নের মধ্য দিয়ে জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজ বিশ্বের বুকে গর্বিত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। দেশের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডকে এগিয়ে নিতে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। সংস্কৃতি চর্চা একজন মানুষকে শুদ্ধতম মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। তাই সুন্দর সমাজ বিনির্মাণে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।
ফটিকছড়ির সৃষ্টি ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও দোয়েল সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের স্বর্ণপদক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এমপি সনি এসব কথা বলেন।
সৃষ্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সুকান্ত বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন এডভোকেট উত্তম কুমার মহাজন। প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশর। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক কবি নাফিস আব্দুল্লাহ, অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, বিপ্লব দেব, তৌফিকা ফেরদৌস, সৃষ্টির ব্যবস্থাপনা পরিচালক রাজ্যশ্রী বড়ুয়া, হারাধন নাহা বসু, লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল ,উত্তরজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম।